করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ছাড়িয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালযয়ের দেয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ৪০ লাখের বেশি করোনা রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবং ৬১ লাখের বেশি রোগী নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪১ জন।
এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৯৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৪৭২ জনে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ যা বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর গড় হার ৩.৩ শতাংশের চেয়ে কম। সূত্র: ইউএনবি