ইতালির রাজধানী রোমে মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। নগরীর কেন্দ্রস্থলে ম্যাক্সিমাস স্কয়ারে ডানপন্থি রাজনৈতিক দল ও সংগঠনগুলো এ বিক্ষোভ করে। এ সময় কাউকেই মাস্ক পরতে দেখা যায়নি।
বিক্ষোভকারীদের দাবি, করোনার কোনো অস্তিত্ব নেই এবং পৃথিবীজুড়ে যে করোনা মহামারির কথা বলা হচ্ছে, তা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা না মানার ঘোষণাও দেয় তারা।
এদিকে, এ বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। গেল কয়েক দিনে ইতালিতে আবারো বেড়েছে আক্রান্তের সংখ্যা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি