সীমান্ত ইস্যুতে ভারত ও চীন সপ্তমবারের মতো সামরিক পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানায়। আগামী সপ্তাহে পূর্ব লাদাখে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় পাঁচ মাস ধরে উভয় দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
মস্কো বৈঠকে উত্তেজনা নিরসনে দুই দেশ অঙ্গীকার করলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আবারও কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২১ সেপ্টেম্বরও সামরিক পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি