আফগানিস্তানের লাগমন প্রদেশে গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় চার দেহরক্ষীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই জানান, সোমবার ভোরের ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। এ ঘটনায় গভর্নর রহমতউল্লাহ ইয়ারমালসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি যখন তালেবান নিয়ে কাতারের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দোহায় রয়েছেন ঠিক তখনই এ ঘটনা ঘটল।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহের আলোচনার পর এখনও দলগুলো কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মনে করা হচ্ছে এ আলোচনা আরো দীর্ঘ ও জটিল হতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি