চতুর্থ আরব দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনের রাজধানী মানামায় রোববার (১৮ অক্টোবর) এই চুক্তি স্বাক্ষর হয়।
এ সময় বাহরাইনি ও ইসরায়েলি কর্মকর্তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি যৌথ চুক্তিপত্রে স্বাক্ষর করে ও দূতাবাস খোলার কথা জানায়।
সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং জর্ডানের পরে বাহরাইন চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো।
দেশটি ১৯৪৮ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। যদিও ফিলিস্তিনিরা এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একে পিঠে ছুরি মারার শামিল বলে মন্তব্য করেছে। গত মাসে চুক্তির ঘোষণা দেয়ার পর ফিলিস্তিন বাহরাইন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি