যেসব দেশ বা ব্যক্তি ইরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা করবে সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
রোববার থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাওয়ার পর পম্পেও এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে পম্পেও আরও জানান, ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি কিংবা দেশটির কাছ থেকে অস্ত্র কেনা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের শামিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এবং ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ হাতে বিপজ্জনক সমরাস্ত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা উঠে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি