মধ্য আমেরিকায় নিম্নচাপের প্রভাবে ভয়াবহ ঘূর্ণিঝড় ইটার আঘাতে কমপক্ষে ১০০ লোক নিহত হয়েছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেয়ি শুক্রবার জানান, ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় দেশটির কুয়েজা গ্রামে অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধ্বসের পাশাপাশি ভেসে গেছে বহু ঘরবাড়ি। ফলে, গৃহহীন হয়ে পড়েছেন হাজারও মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়, তলিয়ে যাওয়া ঘরবাড়ি ছেড়ে দুর্যোগ কবলিত মানুষ অবশিষ্ট সম্বলটুকু নিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এদিকে, প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি