ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ায় বিশ্বে করোনা সংক্রমণ বেশি দিন মহামারি হিসেবে থাকবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। এ সময় ফাউচি জানান, স্বল্প মেয়াদে পরিস্থিতি খারাপের দিকে গেলেও ভ্যাকসিন চলে আসায় তা মহামারি হিসেবে থাকবে না। এ বিশেষজ্ঞ আরো সতর্ক করে বলেন, সংক্রমণ কমে আসলেও তা নিশ্চিহ্ন হয়নি, তাই এটি নিয়ন্ত্রণে সবাইকে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ১ লাখ ৬০ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন দেশটি বিশ্বে সর্বোচ্চ ১ হাজার ১৯০ জনের মৃত্যু দেখেছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি