নেদারল্যান্ডে হেগ শহরে সৌদি দূতাবাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে হেগের পুলিশসূত্র নিশ্চিত করে।
পুলিশ জানায়, সকাল ছয়টার আগে সৌদি দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালানো হয় তবে, গুলিবর্ষণের ঘটনা কেন ঘটানো হয়েছে এবং কারা ঘটিয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে সৌদি দূতাবাস বিবৃতি দিয়ে দেশটিতে বসবাসকারী সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, গত বুধবার সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের এক অনুষ্ঠানে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দায় স্বীকার করে সংগঠনটি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি