কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে হতাহতের ঘটনায় ভারত-পাকিস্তান উভয় দেশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
দেশ দুটি একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে বিভিন্ন বক্তব দিচ্ছেন। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে এবং চীনের সাথে অর্থনেতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে।
নয়াদিল্লি যে এ হামলায় সহায়তা করছে তার বিস্তর প্রমাণ আছেও বলে জানায় ইসলামাবাদ। এসব প্রমাণ জাতিসংঘে পাঠানোর হুমকিও দেন কুরেশি।
এসময় আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত পাকিস্তান সীমান্তে হামলার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্তে কেউ শক্তি পরীক্ষা করতে আসলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি