তিন মার্কিন নভোচারীসহ চারজনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার।
স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায়, স্পেস এক্স ও নাসার যৌথ প্রচেষ্টায় মহাকাশে যাত্রা করেন তারা। এ নিয়ে দ্বিতীয় বারের মতো মহাকাশে নভোচারী পাঠালো স্পেস এক্স।
নভোচারীর মধ্যে রয়েছেন- তিনজন আমেরিকান মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার ও শ্যানন ওয়াকার। এছাড়া রয়েছেন জাপানের নভোচারী সোয়চি নোগুছি। নাসা জানিয়েছে, এমন অভিযানের মধ্য দিয়ে মহাকাশে বাণিজ্যিকভাবে নভোচারী পাঠানোর এক নতুন যুগ শুরু হয়েছে।
এদিকে, এ যাত্রার জন্য নাসা ও স্পে এক্সকে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি