যেকোনো ধরনের হঠকারিতা বা আগ্রাসনের জবাব দিতে নিজের সামরিক শক্তি ব্যবহার করার হুঁশিয়ার উচ্চারণ করেছে ইরান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলীরেজা মিরইউসুফি এ হুঁশিয়ার উচ্চারণ করেন।
ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার করা হয় উল্লেখ করে এই মুখপাত্র জানান, এর বিরুদ্ধে যেকোন হঠকারী পদক্ষেপের কড়া জবাব দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয়ার পর এ হুঁশিয়ারি দিল তেহরান।
বার্তাসংস্থা নিউইয়র্ক টাইমসের দাবি, ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চাইলেও তার সিনিয়র উপদেষ্টাদের পরামর্শে এ বিপজ্জনক কাজ থেকে বিরত থাকেন তিনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি