ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার, দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোশাক কারখানায় যাওয়ার সময় সকাল সাতটার দিকে সাও পাওলো রাজ্য থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে বাস ও ট্রাকের এ সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়। পরে, হাসপাতালে নেয়ার পথে আরো ৪ জন মারা যান। দুর্ঘটনায় আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। বাসটিতে ৫৩ জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়। তবে, ট্রাকের চালক জীবিত আছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি