সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা ফিরিয়ে আনতে আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই বেশিরভাগ সেনাকে ফিরিয়ে আনা হবে। স্থানীয় বাহিনীকে আল শাবাব এবং ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে অন্তত ৭শ’ মার্কিন সেনা সোমালিয়ায় অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু সেনাকে পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানো হবে। সেখানে আন্তঃসীমান্ত কার্যক্রমে অংশ নেবেন তারা।
এর আগে, সম্প্রতি ইরাক ও আফগানিস্তানে থাকা মার্কিন সেনা ফেরাতেও একই ধরনের আদেশ দেন ট্রাম্প।
ডেস্ক নিউজ/বিজয় টিভি