মেয়াদ শেষ হওয়ার আগেই ২৯ জনকে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার প্রেসিডেন্টের ক্ষমতাবলে ট্রাম্প ২৬ জনকে পূর্ণাঙ্গ ক্ষমা এবং ৩ জনের সাজা কমিয়েছেন।
ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে তার মেয়ের শ্বশুর, হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারও রয়েছেন।
বিশেষজ্ঞরা জানান, ট্রাম্প এখন পর্যন্ত যাদের ক্ষমা করেছেন তাদের প্রত্যেকের সাথে তার নিজস্ব যোগাযোগ ও রাজনৈতিক সখ্যতা রয়েছে। সাধারণত ক্ষমতার শেষদিকে মার্কিন প্রেসিডেন্টরা এ ধরনের ক্ষমা করে থাকেন। ট্রাম্পও সেই পথে হাঁটলেন।