যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস ফ্রান্সেও পাওয়া গেছে।
শুক্রবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি এ তথ্য জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত হওয়া ব্যক্তি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সে আসেন। শনাক্তের পর আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। গত মঙ্গলবার, প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতিটি শনাক্ত হয়। এর পরেই জার্মানি, ইতালি, বেলজিয়ামসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ লন্ডনের সাথে বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়।
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুরো যুক্তরাজ্যজুড়ে ভাইরাসটির নতুন প্রজাতি দ্রুত ছড়াচ্ছে।