করোনা মহামারির মধ্যে পুরনো বছরকে বিদায় দিয়ে আতশবাজির রঙিন আলোর ঝলকানির মধ্য দিয়ে ২০২১ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। করোনা থেকে মুক্তি, বিশ্বের মঙ্গল কামনায় আলোক উৎসবের আমেজ ছিল বিশ্বের বিভিন্ন দেশে। জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ নতুন বছর উদযাপন করে নানা আয়োজনের মধ্য দিয়ে। তবে, এসব অনুষ্ঠানে কঠোরভাবে মানা হয়েছে স্বাস্থ্যবিধি।
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বেশিরভাগ দেশেই এবার বর্ষবরণ উৎসবের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। বিদায়ী বছরের মৃত্যুভয়, উৎকণ্ঠা আর অনিশ্চিত ভবিষ্যতের হতাশাকে পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা নিয়ে অনাড়ম্বরভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। তবে অনেক শহরেই মানুষ বেরিয়ে এসেছিল নববর্ষকে বরণ করে নিতো।
সূর্যোদয়ের দেশ জাপানে বছরের প্রথম সূর্যকে প্রার্থনার মধ্য দিয়ে বরণ করে নেন টোকিওর বাসিন্দারা। মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তারা প্রার্থনায় অংশ নেন।
সিডনি ও মেলবোর্নে স্বাভাবিক ব্যস্ততা দেখা গেছে নতুন বছরের বরণকে ঘিরে। সিডনির বিখ্যাত হারবার ব্রিজের আতশবাজি উৎসব ছিল দর্শনীয় ও নান্দনিক।
বিশ্বজুড়ে আকর্ষণীয় আতশবাজির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, আলোয় আলোয় রাঙিয়ে দেয় দেশটির রাস আল-খাইমারের আকাশ। আলোকিত হয়ে উঠে বুর্জ খলিফাও।
করোনার নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি বর্ষবরণেও ছিল নিষেধাজ্ঞা। তবে, সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে।
এছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব।