করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল।
আজ তারা উহানে পৌঁছায় বলে এএফপির এক খবরে জানানো হয়। গত সাত মাস ধরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর সম্প্রতি সেখানে আক্রান্তের সংখ্যা আবারো বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক জানান, চীনের অভিবাসন নিয়ম অনুযায়ী তারা আগে একটি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর কাজ শুরু করবেন বিশেষজ্ঞরা। তিনি আরও বলেন, প্রাথমিক মিশনেই পরিষ্কার ধারণা অর্জন করা সম্ভব না হলেও তাদের কাজ চালিয়ে যাবেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি