লকডাউনের মধ্যে অস্ট্রেলিয়ার পার্থে বুশফায়ারের ঘটনা ঘটেছে।
বুশফায়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া স্থানীয়দের অনেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। ঝড়ো বাতাসের কারণে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, তীব্র বাতাসের কারণে আগুন ৭৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।এরই মধ্যে ৩০টি বাড়ি পুড়ে গেছে। জীবন বাঁচাতে লকডাউন ভেঙে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসক মার্ক ম্যাগোবান বলেন, একদিকে করোনা অন্যদিকে আগুনের কারণে তার রাজ্যের পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে।