মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ সমাবেশ। যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্র না পাচ্ছে ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানায় বিক্ষোভকারীরা।
আজ রোববার সকালে, মাওলামাইন এবং মানডালাতেও বিক্ষোভ শুরু হয়।
এদিকে, বিক্ষোভ প্রতিহত করতে পুলিশের গাড়ি এবং দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তারা রাস্তায় অবস্থান নেন। এর আগে, শনিবার সামরিক সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। গত বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে গত সোমবার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। একই সঙ্গে দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়।