দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় পর পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসে ৪ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় দেশটিতে মহামারি ঘোষণা করা হয়েছে।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লাইবেরিয়ার সীমান্তের একটি কবরস্থানে শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পর আক্রান্ত ব্যক্তিদের ডায়রিয়া, বমি এবং রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসা কেন্দ্রে তাদের আলাদা করে রাখা হয়। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে দেশটির সরকার ইবোলা মহামারি ঘোষণা করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ভ্যাকসিন পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য এজেন্সির সঙ্গে যোগাযোগ করবে। এর আগে ২০১৩ সালে ইবোলায় দেশটিতে ১১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়।