মঙ্গলে সফল অবতরণের পর প্রথমবারের মতো রঙিন ছবি পাঠিয়েছে নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স রোভার।
এক সংবাদ সম্মেলনে নাসার বিজ্ঞানীরা এ ছবি পাঠানোর কথা জানায়।
তারা জানায়, রোবটটি এখন পর্যন্ত তিনটি রঙিন ছবি পাঠিয়েছে। তিনটি ছবির মধ্যে একটি রোভারের অবতরণের, একটি মঙ্গলের ভূ-পৃষ্ঠের ও আরেকটি রোবটের চাকার। এসব ছবি মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্পর্কে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীরা জানান, মহাকাশযানটি লাল গ্রহের উপরে থাকা ব-দ্বীপের মতো একটি অংশের দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবতরণ করেছে। রোবটটি এরই মধ্যে দুই কিলোমিটারের খাড়া বাঁধ হেঁটে পার হয়েছে এবং ভূ-ত্বাত্ত্বিক গবেষণা চালিয়ে যাচ্ছে।