সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
কাতাইব হিজবুল্লাহ ও কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা নামের দুটি ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর ওপর পূর্ব সিরিয়ায় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের এক মাস পরই এ বিমান হামলা পরিচালনার নির্দেশ দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পেন্টাগন জানায়, ইরাকে মোতায়েনকৃত মার্কিন ও জোট সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাবে এ পদক্ষেপের অনুমোদন দেন বাইডেন।