মেক্সিকোর জেলিস্কো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা এ হামলা চালায়।
রাজ্যটির সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, রাজ্যের প্রধান শহর গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আর বাড়ির ভেতর থেকে আরো একজনের মরদেহ পাওয়া যায়।
এদিকে, এ ঘটনায় এক নারীসহ আরো দু’জন আহত হয়েছেন। প্রশান্ত মহাসাগর তীরবর্তী এ হালিস্কো রাজ্য মেক্সিকোর মাদক সংক্রান্ত যুদ্ধের কেন্দ্রস্থল।
২০১৮ সালের শেষ দিকে, প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ মেক্সিকোর দায়িত্বভার গ্রহণ করে সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিলেও, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তিনি।