হংকংয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যাতে বেইজিংয়ের অনুগতরাই ক্ষমতাই বসতে পারে তা নিশ্চিত করতে অঞ্চলটির নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছে চীন। শুক্রবার দেশটির পার্লামেন্টের ন্যাশনাল পিপলস কংগ্রেসে এ পরিকল্পনার কথা জানানো হয়।
সপ্তাহব্যাপী এ সম্মেলন চলবে। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে তৈরি করা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এসময় আন্তর্জাতিক সম্প্রদায় যেন নির্বাচনে হস্তক্ষেপ না করে সে ব্যাপারেও সতর্ক করা হয়। চীনের এ স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর কঠোর নিরাপত্তা আইন প্রচলনের পর এবার সেখানকার নির্বাচন ব্যবস্থাও নিয়ন্ত্রণ করছে দেশটি।
এতে সমালোচকরা বলছেন, ভিন্নমত দমনের উদ্দেশ্যেই ওই আইন প্রচলন করা হচ্ছে।