৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা।
সোমবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। টিকা ব্যবহারে রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকি নিয়ে জাতীয় পরামর্শক প্যানেল থেকে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ওই প্যানেল থেকেই ভ্যাকসিনটি ব্যবহারে বয়সসীমা বেঁধে দেয়ার সুপারিশ করা হয়েছিল।
সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার অভিযোগে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। পরে ফ্রান্স, স্পেন, জার্মানিসহ বিশ্বের কয়েকটি দেশ টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।