জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হুসেইন দাবি করেছেন, রাজতন্ত্রের সমালোচকদের দমনের অংশ হিসেবে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
আজ, বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আইনজীবীর মাধ্যমে বিবিসিকে পাঠানো এক ভিডিও ফুটেজে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ’র সৎ ভাই প্রিন্স হামজাহ বিন হুসেইন দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানি করার অভিযোগ তুলেছেন।
রাজতন্ত্রের বিরুদ্ধে কথিত এক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেশ কিছু মানুষকে গ্রেফতার করার পর বিবিসিকে ওই ভিডিওটি পাঠান প্রিন্স হামজাহ।
শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয় এমন কাজ বন্ধ করতে বলা হয়েছে তাকে।