রক্ত জমাট বাধার শঙ্কায় যুক্তরাজ্যে শিশু-কিশোরদের ওপর অ্যাস্ট্রাজেনেকা টিকার পরীক্ষামূলক কার্যক্রম স্থগিত করেছে অক্সফোর্ড। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
গত ফেব্রুয়ারিতে, ছয় থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল শুরু করে প্রতিষ্ঠানটি।
এদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার সঙ্গে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা বিরল হলেও সম্পর্ক আছে বলে দাবি করেছে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। যদিও তারা টিকার বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছায়নি।
অন্যদিকে, অক্সফোর্ডের দুই ডোজের ব্যবধান দুই থেকে তিন মাস হলে এর কার্যকারিতা ৯০ শতাংশ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন, সিরাম ইনন্সিটটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।