করোনায় দিশেহারা ভারতে নতুন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে হাসপাতালের অগ্নিকাণ্ড। এবার, ভারতের গুজরাটের ভরুচে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে, ওই হাসপাতালের করোনা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে রাতভর চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় পুলিশ জানায়, হাসপাতালটিতে ৭০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। বাকিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।