পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার, এ হামলার ঘটনা ঘটে। দু’টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয়। যদিও এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
তবে, কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার না হলেও এলাকাটিতে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। এর আগে, মার্চে, ওই এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৩৭ জন বেসামরিক লোক নিহত হন।