তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আগামীকাল শপথ নিবেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার, দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়।
গতকাল, তৃণমূল কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মমতা। পরে, সাংবাদিকদের সামনে এসে ওই বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসময় তিনি আরো জানান, ৫ তারিখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা। তারপরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। তবে, কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে, সাংবিধানিক নিয়ম অনুসারে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন মমতা। ৮ দফার নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। আর বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।