সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে নতুন প্ল্যাটফর্ম প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ, বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এতে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ করা হবে। চলতি বছরের ৬ জানুয়ারি, ক্যাপিটল হিলে সহিংসতার পর টুইটার, ফেসবুক ও ইউটিউবে তাকে নিষিদ্ধ করে দেয়া হয়। সে সময় তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিউনিকেশন প্ল্যাটফর্মের কথা জানান। এতে ব্যবহারকারীদের লাইক, কমেন্ট এবং ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার ব্যবস্থা থাকার কথাও জানান তিনি। নতুন প্ল্যাটফর্ম প্রকাশ করার আগে মঙ্গলবার, ফেসবুকের ওভারসাইট বোর্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার বিষয়ে পর্যালোচনা শুরু করে।
এছাড়া ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার আশঙ্কা কমে এলে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে।