ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এসব হামলায় মূলত টার্গেট করা হচ্ছে আবাসিক স্থাপনা। জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে।
শনিবার (১৫ মে) সকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৬ শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার। গত সোমবার থেকে ফিলিস্তিনে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
গাজায় শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ৭টি শিশু ও দুইজন নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ওমর নামের একটি শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।