মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে অংশ নেয়ায় দেশটির প্রায় ১ লাখ ২৬ হাজার শিক্ষককে বরখাস্ত করেছে জান্তা সরকার।
মিয়ানমার শিক্ষক ফেডারেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোট ১ লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। জান্তা সরকারে ওয়ান্টেড লিস্টে রয়েছেন ওই শিক্ষকরা।
তবে, এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কয়েক দিন আগেই এ পদক্ষেপ নিল দেশটির সেনা সমর্থিত সরকার। যদিও ইতিমধ্যেই অনেক শিক্ষক ও অভিভাবক অভ্যুত্থান-বিরোধীতার অংশ হিসেবে স্কুল বয়কট করেছেন।