হিমালয় পর্বতমালায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে এভারেস্টের সাউথ বেস ক্যাম্পে অবস্থান করা পর্বতারোহী ও তাদের সহযোগী শেরপাদের মধ্যে অন্তত ২ শতাধিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন, অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্বতারোহী লুকাস ফারটেনবাচ।
লুকাস জানান, এই সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে, লুকাসের অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছে নেপালের স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন, তাদের হিসেবে অনুযায়ী নিয়মিত মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য পর্বত অভিযানে অংশ নেয়া ৭৭ জন শেরপা করোনায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে করোনায় আক্রান্তের কোনো তথ্য তাদের কাছে নেই।