করোনা সংক্রমণ রোধে ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের জন্য প্রথমবারের মতো ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার (২৮ মে) ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি এ অনুমোদন দেয়।
সংস্থাটির টিকানীতি বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি জানান, ফাইজার-বায়োএনটেকের এই টিকাটি কিশোরদের জন্য সহনশীল এবং পাশ্বপ্রতিক্রিয়া সৃষ্টির বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরও অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, আগামী জুন মাসের ৭ তারিখ থেকে শিশুদের করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে জার্মানি। অন্যদিকে, জনসন অ্যান্ড জনসন-এর এক ডোজের ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।