তাইওয়ানকে করোনার সাড়ে ৭ লাখ ডোজ টিকা দেয়ার হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য ট্যামি ডাকওয়ার্থ।
ট্যামি ডাকওয়ার্থ বলেন, তাইওয়ানের বর্তমানে টিকার ঘাটতি রয়েছে। এ কারণেই বন্ধুপ্রতীম দেশ হওয়ায় প্রথম দফায় টিকার এই ডোজগুলো পাঠাবে যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ কোটি ৩০ লাখ ৫০ হাজার মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এই ৩ শতাংশের অধিকাংশই টিকার প্রথম ডোজ নিয়েছেন।