নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নেতা আবুবকর শিকাও মারা গেছেন বলে এক অডিও বার্তায় জানিয়েছে প্রতিদ্বন্দ্বী অপর একটি গোষ্ঠী।
রোববার, এক অডিও বার্তায় প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স একথা দাবি করে জানায়, আইএসডব্লিউএপির সঙ্গে লড়াইয়ের পর সংগঠনটির যোদ্ধাদের তোপের মুখে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে শিকাও আত্মহত্যা করেন। যদিও বোকো হারাম বা নাইজেরিয়া সরকারের কেউই এই খবর নিশ্চিত করেনি।
২০০৯ সালে, পুলিশ হেফাজতে বোকো হারামের তৎকালীন নেতার মৃত্যুর পর গোষ্ঠীটির নতুন নেতৃত্ব নেন আবুবকর শিকাও। গত মাসেও এক সংঘর্ষের সময় আবুবকর শিকাওয়ের মৃত্যুর গুঞ্জন উঠেছিলো।