চীনের নিপীড়নমূলক নীতির ফলে দেশটির জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে।
সম্প্রতি এক গবেষণার মাধ্যমে এই তথ্য তুলে ধরেছেন, জার্মান গবেষক অ্যাডরিন জেনজ।
এতে বলা হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীন সরকার যে আঞ্চলিক নীতি গ্রহণ করেছে তাতে জিনজিয়াং-এ বসবাসরত সংখ্যালঘুদের জনসংখ্যা আগামী ২০ বছরে, ২৬ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত কমে যেতে পারে। জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে কিছু পশ্চিমা দেশ চীনকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে চীন বলেছে, জন্মহার কমে যাবার পেছনে অন্য কারণ রয়েছে।
তবে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি দেশটি।