নিউজিল্যান্ডে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ৩০ হাজার নার্স ধর্মঘট গেছেন। দেশটির একটি অনলাইন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বেতনভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন নিউজিল্যান্ডের নার্সরা। সম্প্রতি, তাদের দাবিতে সাড়া দিয়ে নার্সদের মাসিক বেতন ১ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছে দেশটির সরকার।
কিন্তু, নিউজিল্যান্ডের নার্সদের সংগঠন ‘নিউজিল্যান্ড নার্সেস অর্গানাইজেশন’ এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে ১৭ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানানো হয়েছিল।
এদিকে, দাবি না মানায় গতকাল রাজধানী ওয়েলিংটনসহ দেশের বিভিন্ন শহরে কর্মবিরতি পালন করছেন নার্সরা। পাশাপাশি এদিন এনজেডএনও’র নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছেন তারা।