ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার সকালে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের ওপর ধরপাকড় শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী এ হামলার কথা স্বীকার করেছে।
এদিকে, ফিলিস্তিনির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের এক নাগরিককে আটক করেছে। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।