তীব্র বাতাস এবং শীতল বৃষ্টিকে উপেক্ষা করে আলট্রা-ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া ২১ দৌড়বিদের মৃত্যুর ঘটনায় ২৭ সরকারি কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন।
দেশটির গানসু প্রদেশের পার্বত্য অঞ্চলে ১০০ কিলোমিটারের ম্যারাথন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, যাদের মৃত্যু হয়েছে তারা হাইপোথারমিয়ায় ভুগছিলেন। এ ঘটনার পর চীন সরকার ঘোষণা দিয়েছে, যথাযথ নিয়ম এবং নিরাপত্তা মান বজায় না রাখা হলে সব ধরনের ঝুঁকিপূর্ণ ইভেন্টগুলো স্থগিত করা হবে।
কর্তৃপক্ষ জানায়, এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জও আনা হয়েছে। বাকি কর্মকর্তাদের সতর্ক করার পাশাপাশি দেয়া হয়েছে ডিমেরিট রেটিং।