চীনকে টেক্কা দিতে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে একটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করেছে, বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭।
নতুন ওই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা করা হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ডের পরিকল্পনা করেছেন। এটি চীনের বিআরআই-এর পাল্টা পরিকল্পনা। বাইডেন বলেন, গুণগত দিক দিয়ে এটি আরও উন্নত মানের।
জি-সেভেনের তিন দিনের সম্মেলনের আজ শেষ দিনে আলোচনা হবে আবহাওয়া ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও।