করোনার ভারতীয় বা ডেল্টা ধরনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইংল্যান্ডে লকডাউনের মেয়াদ আরও এক প্রায় এক মাস বাড়িয়েছে দেশটির সরকার।
স্থানীয় সময় সোমবার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুলাই পর্যন্ত দেশটিতে লকডাউন কার্যকর থাকবে।
এসময় বরিস আরো জানান, লকডাউন শিথিলের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর। যদি ১৯ জুলাইয়ের মধ্যে করোনা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হয়, সেক্ষেত্রে আরও বাড়ানো হবে লকডাউনের মেয়াদ।
দেশটিতে আক্রান্তদের ৯০ শতাংশই করোনার সবচেয়ে বিপজ্জনক ধরন ডেল্টায় আক্রান্ত।