দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক করেছেন।
গতকাল, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের এক ফাঁকে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এই দুই প্রতিদ্বন্দ্বী নেতা। দীর্ঘ ৫২ মিনিট বৈঠক করেন তারা। এ সময় ২ নেতা উভয় দেশের সাধারণ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ম্যাক্রোঁ ইসলাম নিয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেন।
তবে, ইসলাম প্রসঙ্গে ম্যাক্রোঁ ঠিক কি বলেছেন সেটা বলা হয়নি। এতে ২ নেতা লিবিয়া এবং সিরিয়ার বিষয় নিয়ে একত্রে কাজ করারও ঐক্যমতে পৌঁছান।