জার্মানির পশ্চিমাঞ্চলের একটি শহরে গোলাগুলির ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছেন।
দেশটির জনবহুল রাজ্য নর্থ রিনে-ওয়েস্টফেলিয়ার এসপেলকাম্পেতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতদের একজন নারী অপরজন পুরুষ। গুলির ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, ঘাতক এখনো পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর আগে ২০১৬ সালে জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী শহর মিউনিখে ভয়াবহ এক গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৯ জন নিহত হয়।