রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ পশ্চিমে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় শনিবার ‘লেট এল-৪১০’ মডেলের বিমানটি কেমেরোভো ওবলাস্টে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আরো ৫ জনের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানায়, বিমানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় জরুরি অবতরণের চেষ্টা করে পাইলট। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ। দুই ক্রুসহ বিমানটিতে ১৯ জন যাত্রী ছিল।
তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।