করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ টিকাদান কর্মসূচি জোরদার করলেও এরই মধ্যে ডেল্টা প্লাস নামের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
ভারতে শনাক্ত হওয়া উচ্চ সংক্রমণশীল এই ডেল্টা ভ্যারিয়েন্টটির পাল্টানো ধরন ডেল্টা প্লাস যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশে পাওয়া গেছে। এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭.২.১। তবে, এখন পর্যন্ত ভ্যারিয়েন্টটির সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।
এদিকে, গতকাল ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে অন্তত ২২ জন আক্রান্ত হয়েছেন। ভারত সরকার এটিকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করেছে।
অন্যদিকে, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে পরিবর্তিত হওয়া ডেল্টা প্লাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলে তালিকাভুক্ত করেছে।