মেক্সিকোতে মাদক কারবারি দুই গ্রুপের বন্দুকযুদ্ধে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার, দেশটির উত্তরের জাকাটেকাস প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জাকাটেকাস প্রদেশের এক সরকারি মুখপাত্র জানান, ভালপ্রেইসো পৌর এলাকার সান জুয়ান ক্যাপিস্ট্রানো কমিউনিটিতে বিরোধী দুই মাদক কারবারি গ্যাংয়ের মধ্যে ওই সশস্ত্র লড়াইয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পরে ঘটনাস্থল থেকে তিনটি বাহন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আগুনে একটি বাহন ভষ্মীভূত হয়ে গেছে।
এছাড়াও সেখান থেকে অনেকগুলো সুরক্ষা বর্ম পাওয়া গেছে। এলাকাটির সঙ্গে মেক্সিকোর জ্যালিসকো প্রদেশের সীমানা সংযোগ রয়েছে। আর এলাকাটিতে শক্তিশালী একটি মাদক কারবারি গোষ্ঠীও রয়েছে।