যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় শনিবার, নিউ মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকার্কির একটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলুনটি বাতাস বাহিত হয়ে বৈদ্যুতিক লাইনে গিয়ে পড়ে। এ সময় বেলুনটিতে আগুন ধরে যায়। এবং বেলুনটির চালক ও অপর তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। চতুর্থ যাত্রীকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর ওই এলাকাটির ১৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। প্রতিবছরই নানা রঙ বেরঙের হট এয়ার বেলুন উৎসব আয়োজনের কারণে বেশ খ্যাতি রয়েছে নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরের।